• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে পুকুরের মধ্যে ৩৫ মুর্তি নিয়ে সরস্বতী পূজা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরডাকাতিয়া বিদ্যাপুকুরে বিভিন্ন দেব-দেবীর ৩৫ টি মুর্তি সাথে নিয়ে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকাল থেকে প্রতিবছরের ন্যায় এ বছর মায়ের আঁচল পূজা কমিটির উদ্যোগে ব্যতিক্রমধর্মী এ বৃহত্তম পূজার আয়োজন করা হয়। সকাল থেকে দুপুর পযর্ন্ত বাণী অর্চণা পূজা মন্ডপ ঘিরে ভক্তদের ঢল ছিল। পূজায় ভক্ত-দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণ ভাবে অংশগ্রহণ করতে পারে সেজন্য কর্তৃপক্ষ সার্বিক ব্যবস্থা গ্রহণ করেন।

মায়ের আঁচল পূজা কমিটির সংশ্লিষ্টরা জানান, ২০১৬ সাল থেকে এলাকার ৪২ জন তরুণ যৌথ উদ্যোগের মাধ্যমে পুজাটি পরিচালনা করে আসছেন। ইতোমধ্যে এই বিদ্যাপুুকুরের সরস্বতী পুজার সুনাম আশ-পাশের জেলা-উপজেলা ছড়িয়ে পড়েছে। পূজার দিনে হাজার হাজার দর্শনার্থী এ পুজা দেখতে আসেন। এ পুজার মূল আকর্ষণ হলো কমিটির সদস্যদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুকুরের মধ্যে বেদী তৈরি করে বিভিন্ন দেব-দেবীর ৩৫ টি মুর্তি  সাথে নিয়ে পূজা করা। এ সকল মুর্তির মধ্যে রয়েছে, বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী, রাধা-কৃষ্ণ, শিব, ল²ী-নারয়ন, কার্তিক, রাম-সীতা অন্যতম। পূজার ২ মাস পূর্ব থেকে সদস্যদের স্বেচ্ছাশ্রমের বিনিময়ে চলে মুর্তি তৈরি কাজ। মুর্তির কাঠামো তৈরি, রং করাসহ যাবতীয় কাজই নিজেরা করেন। মুর্তি নির্মানের প্রধান কারিগর মলয় মন্ডল। পূজা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতভর ধর্মীয় যাত্রাপালার ব্যবস্থা করেছে কমিটি।

এ ব্যাপারে মায়ের আঁচল পূজা কমিটির সভাপতি মিলন কৃষ্ণ মন্ডল বলেন, বিদ্যাপুকুরের সরস্বতী পূজা এলাকার একটি সার্বজনিন উৎসবে পরিণত হয়েছে। এলকাবাসীর সার্বিক সহযোগিতায় এ পূজা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চালের অন্যতম বৃহত্তম একটি পূজা হিসেবে পরিগনিত হয়েছে। তিনি সকলকে পূজা দেখতে আসার আহবান জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা