• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় মোবাইল কোর্টের অভিযানে তিন দোকানীকে অর্থদন্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

শরণখোলা উপজেলার তাফালবাড়ী বাজারে শুক্রবার মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় আদালত তিনটি দোকানীকে ২১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জানুয়ারী) শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ নুর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে তাফালবাড়ী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি হোটেল রেষ্টুরেন্ট ও একটি বেকারী কারখানাকে  ভোক্তা অধিকার আইনে ২১ হাজার টাকা  অর্থদন্ড প্রদান করেন। দন্ডিত দোকানগুলো  হচ্ছে মুসলিম ফার্ষ্টফুড, শিপন হোটেল ও আঃ মান্নান হাওলাদারের বেকারী কারখানা।
উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলার হাট বাজারে নিয়মিতভাবে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা