• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

প্রেসক্লাব রামপালের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

প্রেসক্লাব রামপাল' এর কমিটি গঠন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা গাজী আ. জলিল স্মৃতি পাঠাগারে কবির আকবর পিন্টু'র সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী কমিটির সভাপতি এম, এ সবুর রানা বিগত সময়ের কার্যক্রম তুলে ধরে সকলকে অবহিত করেন এবং সকল সদস্যের মতামতের ভিত্তিতে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। প্রেসক্লাব রামপাল এর সদস্য প্রয়াত আ. হাকিমের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে দোয়া করা হয়।

নাজমুল হুদা'র সঞ্চালনা সর্বসম্মতিক্রমে আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। বাগেরহাট ২৪ এর প্রতিনিধি এম, এ সবুর রানাকে পুনরায় সভাপতি ও দৈনিক আমার সংবাদ ও এশিয়ান টিভি প্রতিনিধি সুজন মজুমদার কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক দেশ ও আজকের তথ্য পত্রিকার প্রতিনিধি মোতাহার হোসেন মল্লিক, সহসভাপতি দৈনিক অনির্বাণ প্রতিনিধি কবির আকবর পিন্টু, সহ সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি গাজী শাহাজালাল, সাংগঠনিক সম্পাদক দৈনিক ডেসটিনি প্রতিনিধি মিলন মন্ডল, অর্থ সম্পাদক মানবজমিন প্রতিনিধি মো. তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পিএনএস প্রতিনিধি মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মাতৃভূমি প্রতিনিধি সরদার মুহিদুল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক দৈনিক খুলনাঞ্চল প্রতিনিধি মো. মেহেদী হাসান, সদস্য যথাক্রমে দৈনিক নয়াশতাব্দী প্রতিনিধি নাজমুল হুদা, দৈনিক সুন্দরবন প্রতিনিধি মো. তৌকির হোসেন, দৈনিক কালান্তর প্রতিনিধি মো. হাফিজুর রহমান, দৈনিক নবদিগন্ত প্রতিনিধি লায়লা সুলতানা, দৈনিক মাতৃজগত প্রতিনিধি আবু নাঈম গাজী। আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা