• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ তিন চোর আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট) তামার তারসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।  

বুধবার (০১ ফেব্রুয়ারি) গভীর রাতে কেন্দ্রের প্রধান ফটক থেকে তাদের আটক করা হয়।

এসময় আটকদের কাছ থেকে ৯ কেজির বেশি তামার তার উদ্ধার করে আনসার সদস্যরা।
এই নিয়ে গেল ১০ মাসে ৫২টি অভিযানে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া ৫৮ লাখ ৬ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল জব্দ ও ৩৮ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার সদস্যরা।  

আটকরা হলেন- খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকার মো. আবু সোলেমান আকোনের ছেলে মো. মামুন আকোন (২৩), মো. নাঈম শেখের ছেলে মো. বিল্লাল শেখ (২০) এবং বাগেরহাটের রামপাল উপজেলা সদরের ইমন শেখের ছেলে মো. ইমরান শেখ (২১)।  

আনসার ব্যাটালিয়নের-৩ অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, আটক চোরদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মালামালসহ চোরদের থানায় সোপর্দ করা হবে।  

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা