• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় ফাদার রিগনের ৯৯ তম জন্মদিন পালন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

মুক্তিযুদ্ধের মৈত্রী সম্মাননা প্রাপ্ত ও বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী ইতালির খ্রিস্ট ধর্মযাজক ফাদার মারিনো রিগনের ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে মোংলায়। জন্মদিনের কর্মসুচির মধ্যে ছিলো ফাদার রিগনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, শোভাযাত্রা ও আলোচনা সভা।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জন্মবার্ষিকী উপলক্ষে মোংলার শেলাবুনিয়ায় ফাদার রিগনের সমাধি চত্বরে মোংলা সরকারি কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফাদার মারিনো রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সেবা সংস্থা ও সেন্ট পলস ধর্মপল্লীসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।

ফাদার রিগন সমাধি চত্বরে রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথ আয়োজনে আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেন্ট পলস ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার দানিয়েল মন্ডল, মোংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সাহারা বেগম, সেবা সংস্থার নির্বাহি পরিচালক মিনা হালদার, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত কস্তা, সাংস্কৃতিক সংগঠক গীতিকার মোল্লা আল মামুন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন ইতালি নাগরিক ফাদার রিগন বাংলার সাংস্কৃতিক ঐশ্বর্যের প্রেমে মৃত্যুর আগে ৫০ বছর এবং মৃত্যুর পরেও তাঁর অন্তিম ইচ্ছায় বাংলার মাটিতেই শায়িত হয়েছেন। বক্তারা বলেন তিনি নিজেই বলতেন তাঁর “মস্তকে রবীন্দ্রনাথ আর অন্তরে আছে লালন”। তিনি যাজকীয় দায়িত্বের বাইরে এসে শিল্প-সাহিত্য ও শিক্ষা-সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখেছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা