• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় তিন ফিশিং ট্রলারে চুরি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

শরণখোলা উপজেলায় তিনটি ফিশিং ট্রলার থেকে প্রায় মালামাল চুরি হয়েছে। বুধবার রাতে রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে নোঙর করে রাখা তিন ট্রলারে এই চুরির ঘটনা ঘটে। ট্রলার তিনটি থেকে উচ্চক্ষমতাসম্পন্ন তিনটি সোলার ব্যাটারি, একটি ইঞ্জিনের যন্ত্রাংশ এবং একটি সোলার প্লেট নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ীরা।
ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, তার ফিশিং ট্রলার থেকে ২০ হাজার টাকা দামের একটি সোলার ব্যাটারি ও ট্রলারের ইঞ্জিনের ২৫ হাজার দামের যন্ত্রাংশ চুরি হয়।
অপর ট্রলার মালিক মুজিবর রহমান তালুকদার জানান, তার দুটি ট্রলার থেকে ৪৬ হাজার টাকা দামের দুটি সোলার ব্যাটারি ও ৬ হাজার টাকা দামের একটি সোলার প্লেট নিয়ে যায় চোরেরা।
ক্ষতিগ্রস্তরা জানান, তাদের ট্রলার তিনটি তিন দিন আগে সাগর থেকে ফিরে আসে। মাছ বিক্রির পর মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে অবস্থান করছিল ট্রলারগুলো। সেখান থেকেই মালামাল চুরি হয়। এ ঘটনায় শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, তিন ফিশিং ট্রলার থেকে মালামাল চুরির অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ট্রলার মালিকরা। চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরচক্রকে সনাক্ত করার চেষ্টা চলছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা