• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে উন্নয়ন মুলক কাজ ইউজিডিপি’র প্রতিনিধিদের পরিদর্শন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

ফকিরহাটে চলমান বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্পের কাজ ও স্মাট ফকিরহাট উপজেলা বির্নিমাণে নানা ধরনের কর্মপরিকল্পনা গ্রহন ও তা বাস্তবায়নে টেকসই কাজ গুলি পরিদর্শন করেছেন ইউজিডিপি’র একটি উচ্চক্ষমতা সম্পন্ন দল।
মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারী) দিনব্যাপী ফকিরহাট ও বেতাগায় এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। ইউজিডিপি’র প্রাক্তন চেয়ারম্যান ও সাবেক সচিব অমিতাভ সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোমেন পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, সমাজসেবক আনন্দ কুমার দাশ, উপ-সহকারী উদ্ধিদ ও প্রাণী সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, মোঃ সোলায়মান মন্ডল, ইউপি সদস্য আসাদুজ্জামান, ইনছান উদ্দিন, অসিত দেবনাথ ও পরিমল কুমার দাশ প্রমুখ।
তারা কে,আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন, সাতসাইয়া হাজ্বি আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের চেঞ্জ রুম, ঘনশ্যামপুর কমিউনিটি ক্লিনিক, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চেঞ্জ রুম, একাডেমিক ভবন, ডিজিটাল হাজিরা সেন্টার, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক ও অগার্নিক বেতাগাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা