• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে শ্রদ্ধা-স্মরণে ভাষা দিবস পালিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩  

রামপালে শ্রদ্ধা স্মরণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি নূরুল হক লিপন, মুক্তি যোদ্ধা সংসদ, রামপাল থানা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, প্রেসক্লাব রামপাল, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, বিভিন্ন এনজিও, চিকিৎসক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার সকাল ৮ টায় প্রভাতফেরি, কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।
সকালে সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ। প্রভাতফেরির পদযাত্রায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা