• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় পুলিশের উপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনতাই

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩  

বাগেরহাটের শরণখোলায় পুলিশের উপর হামলা চালিয়ে ইলিয়াস শিকাদর নামের এক মাদক কারবারিকে ছিনিয়ে নিল তার সহযোগীরা। এ সময় দুই পুলিশ আহত হন। তাদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের শরনখোলা উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামে। ইলিয়াস ওই গ্রামের মৃত আঃ রশিদ শিকদারের ছেলে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন জানান, গোপন সুত্রে মাদকের আস্তানার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। মাদক কারবারি ইলিয়াসকে সেই আস্তানা থেকে মাদকসহ আটক করতে সক্ষম হন তারা। এ সময় গাছের সাথে মাদকের আস্তানা হিসেবে তৈরী করা টং ঘরটিও ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এ ঘটনার একপর্যায়ে মাদক কারবারীদের সহযোগী ১০/১২ জন নারী-পুরুষ এসে লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে মাদকসহ ইলিয়াসকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় শরণখোলা থানার এএসআই শফিক ও কনেস্টবল (নং-৪১৩) আহত হন। তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। এ ব্যপারে রাতে ওই গ্রামের আঃ রশিদ শিকদারের ছেলে ইলিয়াস শিকদার, ফারুক শিকদার, নাছির শিকদার, দুলাল শিকাদরের ছেলে মিজান শিকদার, সালাম শরিফের ছেলে সাইফুল শরিফ, ইলিয়াস শিকদারের স্ত্রী রূপালি বেগম ও মেয়ে আখিসহ ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা করেছে পুলিশ। খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ইলিয়াস একজন চিহিৃত মাদক কারবারী। সে দির্ঘদিন যাবত এ কাজ করে আসছে। তার কারণে ওই গ্রামে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা