• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দুবলারচরে ৯ লক্ষাধিক টাকায় বিক্রি হয়েছে দুটি কৈয়া ভোল মাছ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩  

বঙ্গোপসাগরের দুবলারচরে দুটি কৈয়া ভোল মাছ বিক্রি হয়েছে ৯ লাখ ২১ হাজার টাকায়। মাছ দুটির একটির ওজন ৩৫ কেজি অপরটির ওজন  হয়েছে ২৬ কেজি। 

পূর্ব সুন্দরবন বিভাগের দুবলার  আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদিক মাহমুদ মোবাইল ফোনে  জানান, মঙ্গলবার বিকেলে বঙ্গোপসাগরে আলোরকোলের  বহদ্দার (মতস্যজীবি) মোঃ ফারুকের জেলেদের  জালে তিনটি কৈয়া ভোল মাছ ধরা পড়ে। মাছ গুলো আলোরকোল মতস্য ডিপোতে আনা হয়। দর কষাকষির পরে বুধবার ( ২২ ফেব্রুয়ারি)  সন্ধ্যায় প্রতি  কেজি মাছ ১৫১০০টাকা দরে দুটি মাছ ৯ লাখ ২১ হাজার টাকায় খুলনার একজন মতস্য ব্যবসায়ী কিনে নিয়েছেন বলে তিনি জানান।

কৈয়া ভোল মাছের ফুসফুসের বিদেশে খুব চাহিদা রয়েছে। এ মাছের ফুসফুস দিয়ে নাকি ক্যানসার রোগীদের ঔষধ বানানো হয়ে থাকে সে জন্যই কৈয়া ভোল মাছ বেশি দামে বিক্রি হয় বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা