• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে বাল্যবিবাহ বন্ধে জেলা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩  

বাগেরহাটে বাল্যবিবাহ বন্ধে জেলা কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতিসংঘ জনসংখ্যা কল্যাণ তহবিলের (ইউএনএফপিএ) সহযোগীতায় জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ইউএনএফপিএর কনসালটেন্ট মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক রাম চন্দ্র দাস।
এসময় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, নিকাহ রেজিস্টারসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাল্যবিবাহ বন্ধে জেলা কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক নানা আলোচনা, সুপারিশ ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা