• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় সময় আটক ৩

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ মার্চ ২০২৩  

পূর্ব সুন্দরবনের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় কীটনাশক দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে ভেসাল জাল, এক প্যাকেট বিষ ও নৌকা জব্দ করা হয়।

শুক্রবার (০৩ মার্চ) দুপুরে নিয়মিত ভোলা ফরেস্ট টহল দেয়ার সময় বন বিভাগের ইসমাইলের ছিলা নামক এলাকার খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ফাঁড়ির বনরক্ষীরা তাদের আটক করেন।এসময় জাকির মল্লিক নামে একজন পালিয়ে যায়।

আটককৃত হলেন ,আসাদুল মল্লিক(২৮), মিরাজুল মল্লিক(৩২), নাঈম মুন্সি(৩৫), এদের বাড়ি শরণখোলা উপজেলার মধ্য সোনাতলা গ্রামে।

পূর্ব সুন্দরবনের শরনখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন ,সুন্দরবনের ইসমাইলের ছিলা নামক  এলাকা থেকে নিয়মিত টহল দেওয়ার সময় বনরক্ষীরা খালে একটি নৌকা দেখতে পেয়ে এগিয়ে যান। এ সময় তিন ব্যক্তিকে খালে বিষ দিয়ে মাছ ধরা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা