• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মার্চ ) সকালে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজ আল-আসাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সরকার বিভাগের উপ-পরিচালক মো. শাহিনুর জামান, ডেপুটি সিভিল সার্জন ডা মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, বাগেরগাট প্রেসক্লাবের সভাপতি নীহারঞ্জন সাহা প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, ডিজিটাল বাংলাদেশের সফল পথ পরিক্রমায় আমাদের সামনে প্রযুক্তি নির্ভর, সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশের হাতছানী রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর হবে। ফলে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নের স্বার্থে এগিয়ে এসে কাজ করতে হবে। তবেই ২০৪১ সালের মধ্যে প্রতিষ্ঠা পাবে সমৃদ্ধ বাংলাদেশ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা