• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

বাগেরহাটের চিতলমারীতে “ শেখ হেলাল উদ্দীন প্রথম ফিদে স্ট্যন্ডার্ড রেটিং অন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে”। ১০মার্চ (শুক্রবার) সকাল ১০টায়, চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে ২দিন ব্যপি এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
চিতলমারী উপজেলা সহকারী কমিশনার ভূমি বেদবতী মিস্ত্রির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমারর বড়াল। 
বিশেষ অতিথি ছিলেন, মাসুদুর রহমান মল্লিক দিপু, যুগ্ন সাধারন সম্পাদক, বাংলাদেশ দাবা ফেডারেশন, এনায়েত হোসেন সভাপতি, অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকতবীন ওসমান শাওন, সাধান সম্পাদক, অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ সহ বিশেষ অতিথি ছিলেন, চিতলমারী উপজেলা আওয়া মীলীগের সভাপতি আলহাজ¦ মোঃ বাবুল হোসেন খান,সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়াম্যান, সাবেরা কামাল স্বপ্না, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল মিয়া, ডাঃ এম আর ফারজী ও এলাকার বিভিন্ন শ্রেণীপেশার সাধারন মানুষ।
চিতলমারী চেস ক্লাবের আয়োজনে এ প্রতিযোগিতার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন, সঞ্জীব মালাকার সঞ্জয়, সাধারন সম্পাদক,এ,সি,পি,বি, বাগেরহাট ও সভাপতি, চিতলমারী চেস ক্লাব। ভারত সহ দেশের বিভিন্ন জেলার রেকর্ড সংখ্যক প্রতিযোগি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় আযোজকদের মধ্যে কয়েকজন গন মাধ্যমকে ব্রিফ করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা