• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

৩৩ শতাংশ কোটা পূর্ণ না হলে নারী উন্নয়ন সম্ভব নয়

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

বাগেরহাটে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্কের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) সকালে বাগেরহাট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন পর্যায়ের নারীদের ৩৩ শতাংশ কোটা পূর্ণ না হলে নারী উন্নয়ন সম্ভব নয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, অ্যাড. শরিফা খানম, বাগেরহাট পৌর সভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, পৌর কাউন্সিলর আসমা আজাদ, মহিলা আওয়ামী লীগের জেলা সভাপতি স্পেশাল পিপি অ্যাড. সীতা রানী দেব নাথ, যুব মহিলা লীগের জেলা আহবায়ক অ্যাড. লুনা সিদ্দিকী প্রমুখ।
মতবিনিময় সভায় বাগেরহাট জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা