• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে রক্তদাতাদের ব্যতিক্রর্মী মিলন মেলা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

রক্তদাতারাই এক সময় রোগীর কাছে দেবদূত হয়ে আবির্ভাব হয়। বাগেরহাটে স্বেচ্ছায় রক্ত দানকারীদের এক ব্যতিক্রমধর্মী মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে  বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান একথা বলেন
সোমবার (১৩ মার্চ ) দুপুরে বাগেরহাটে জেলা ব্লাড ব্যাংকের উদ্যোগে শহরের এসি লাহা মিলনায়তনে এই মিলন মেলা আয়োজন করা হয়। 
জেলা ব্লাড ব্যাংকের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফর হোসেন, বাগেরহাট জেলা হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা প্রবীন রায়, জেলা ব্লাড ব্যাংকের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, অলিউজ্জামান অলি, রক্তদাতা সংগঠন আলোর পথের পরিচালক আবুবকক্কার সিদ্দিক প্রমুখ।
বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক রক্তদাতাদের উপস্থিতে মিলন মেলায় পরিণত হয় এসিলাহা চত্বর। পরে 
পরে অসহায় দুই ব্যক্তির মাঝে সংগঠনের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এদিকে ব্যতিক্রমধর্মী এমন মিলন মেলায় অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন রক্তদাতারা। 
বক্তরা বলেন,দীর্ঘদিন ধরে বাগেরহাটে জেলা ব্লাড ব্যাংকের উদ্যোগে নানা সেবামূলক কাজ করা হচ্ছে। সকলের সহযোগীতায় এই ধারা অব্যহত থাকবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা