• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে ভারতীয় নাগরিকের মৃত্যু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

বাগেরহাটের চিতলমারীতে গৌরি মহলী (৪৫) নামে এক ভারতীয় নাগরীকের মৃত্য হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) রাতে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত গৌরি মহলী ভারতের পশ্চিমবঙ্গের নওয়াপাড়ার নেতাজী পল্লীর বিকাশ মহলীর স্ত্রী।

বুধবার (২২ মার্চ) চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী জানান, গৌরি মহলী ও তাঁর স্বামী বিকাশ মহলী গত ১ মার্চ বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামে মামাতো ভাই মিঠুন বৈরাগীর বাড়িতে বেড়াতে আসেন। তিনি ২১ মার্চ দুপুরে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে আত্মীয়স্বজনরা তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাঁর মৃত্যু হয়। বিষয়টি খুলনাস্থ ভারতীয় হাইকমিশনের প্রটোকল কর্মকর্তাকে জানানো হয়েছে। মৃতার স্বামী ও ভারতে অবস্থানরত সন্তান এবং বাংলাদেশে বসবাসরত আত্মীয়স্বজনদের কোন অভিযোগ না থাকায় তাঁরা মৃতার মরদেহ বাংলাদেশে সৎকারের ইচ্ছা পোষণ করছেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ মামুন হাসান মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভূগছিলেন। ২১ মার্চ দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এদিন রাত সাড়ে ৭ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা