• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে ব্র্যাকের ওয়াশিং স্কুল প্রকল্পের সুচনা সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩  

ফকিরহাট উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ওয়াশিং স্কুল প্রকল্পের সুচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের কর্মসূচী কর্মকর্তা (পিও) মো. আল আমিন জানান, স্বাস্থ্য রক্ষায় ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন (ওয়াশ) অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে প্রকল্প হাতে নিয়েছে ব্র্যাক। এ প্রকল্পের অধীনে ছাত্র ছাত্রীদের মধ্যে নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পৃথক ল্যাট্রিন স্থাপন, ছাত্রীদের মাসিককালীন চেঞ্জরুম, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হবে। একই সাথে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে কাজ করবে এ প্রকল্প।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সূজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হাসিবুর রহমান, প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মো. মহিদুল ইসলাম, সি.ও রশিদা খাতুন, আশার শাখা ব্যবস্থাপক শেখ ফরিদ প্রমূখ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা