• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে উন্নত জাতের গাভী পালন করে স্বাবলম্বী আব্দুল শেখ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩  

উন্নত জাতের ফ্রিজিয়ান গাভী পালন করে স্বাবলম্বী হয়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার মোঃ আব্দুল শেখ। আব্দুল শেখ একজন প্রতিষ্ঠিত গরুর খামারী। তিনি দীর্ঘ ১০ বছর ধরে গাভী পালন ও ক্রয়-বিক্রয় করছেন । চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী ডর পাড়া গ্রামের মৃত্যু হালিম শেখের ছেলে মোঃ আব্দুল শেখ। 
বর্তমান তার খামারে রয়েছে উন্নত ফ্রিজিয়ান জাতের ৬টি গরু। তার মধ্যে বাছুরসহ ২টি গাভী প্রতিদিন ৫০ লিটার করে দুধ দিচ্ছে। প্রতি লিটার দুধ ৬০ টাকা বিক্রি হচ্ছে গোয়ালাদের নিকট। আর মাত্র কয়েক দিনের মধ্যে আরো একটি গাভী বাচ্চা দিতে যাচ্ছে। বাচ্চাটি ভুমিষ্ট হবার পরেই আব্দুলের খামারে ১৮ মাসের একটি এঁড়ে সহ গরুর সংখ্যা দাড়াবে ৭টিতে। এবং দুধের পরিমান হবে ৮০ লিটারের। এমনটি জানিয়েছেন খামার মালিক আব্দুল শেখ। 
সুন্দর পরিপাটি খামারটি পরিদর্শন কালে আব্দুল শেখ জানান, পরিকল্পিতভাবে গাভী পালন একটা লাভজনক কার্যক্রম। স্বল্প- মাঝারি, বেশি ও সব ধরনের পুঁজি নিয়ে সুষ্ঠুভাবে গাভী পালন করলে অনেক লাভবান হওয়া যায়। 
তিনি আরো জানান, গরু পালাই তার নেশা এবং পেশা। প্রতিদিন গোসল করানো, স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়মিত খাবার যোগান দেয়া তার প্রতিদিনের কাজের অংশ। আব্দুল তার খামারে অবস্থিত উন্নতজাতের  এসকল গাভী ক্রয় করতে আগ্রহীদের সাদরে আমন্ত্রন জানিয়েছেন। যোগাযোগ মোঃ আব্দুল শেখ, মোবাইল নম্বর-০১৯৯-৪৬১৩৫৩২।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা