• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মিনি গার্ডেন টিলার প্রদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

মোল্লাহাট উপজেলার সকল ইউনিয়নের কৃষকদের ব্যবহারের জন্য নিজ নিজ ইউপি চেয়ারম্যানকে একটি করে মিনি গার্ডেন টিলার প্রদান করা হয়েছে। 'ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প'র অর্থায়নে বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সব মিনি গার্ডেন টিলার প্রদান করা হয়।
এছাড়া 'অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্প'র আওতায় উপজেলার ৭৩ টি পরিবারে বিভিন্ন কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি করে লিচু, আম, পেয়ারা, লেবুর চারা, ২ টি পেঁপের চারা এবং ১০ প্রকার সবজির বীজ। এছাড়াও পানি দেয়ার ঝাজরি, নেট, বীজ সংরক্ষণ পাত্র, সাইনবোর্ড ও কেঁচো সার প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ৫০% ভর্তুকি মূল্যে একটি কম্বাইন্ড রাইস হারভেস্টর প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), কৃষিবিদ আব্দুস সামাদ। অন্যান্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনিমেষ বালা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা