• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে দাবদাহে ঝরে পড়ছে চাষির স্বপ্ন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩  

জলবায়ুর বিরূপ প্রভাব পড়েছে প্রকৃতিতে। সর্বচ্চ রেকর্ড ছড়িয়ে যাচ্ছে তাপমাত্রা। সূর্যের প্রখর রোদে পুড়ে ছারখার হওয়ার উপক্রম। এ অবস্থায় কৃষি প্রধান বাগেরহাটের চিতলমারীতে ফল চাষিরা পড়েছেন মহা বিপাকে। তাদের গাছের অপরিপক্ক ফল রোদে ঝরে পড়ছে। এ অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সে চিন্তায় এখন দিশেহারা। 

এলাকার চাষিদের সাথে আলাপ করে জানা গেছে, এ বছর আম, জাম, লিচু, মালটা, পেয়ারাসহ সব ধরণের ফলের বাম্পার ফলন হয়েছে কিন্তু এখন অতি তাপমাত্রার ফলে অধিকাংশ গাছের ফল অপরিপক্ক অবস্থায় ঝরে পড়ছে। কোন ভাবেই এটা রোধ করা সম্ভব হচ্ছে না। চাষিদের স্বপ্ন যেন ম্লান হতে চলেছে। বৈরি অবহাওয়ার ফলে বাইরে বেরনো এখন দায় হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এ তাপমাত্রার কারণে ফসলেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

উপজেলার আড়-য়াবর্ণি গ্রামের ফল চাষি মো. ইব্রাহিম শেখ জানান, এ বছর তার আম বাগানে বেশ ভালো ফলন দেখা গিয়েছিল কিন্তু গত কয়েক দিনের প্রচণ্ড রোদে গাছের আমসহ অন্যান্য ফল ব্যাপক ভাবে ঝরে পড়ছে। এভাবে তাপ মাত্রা বাড়তে থাকলে গাছে কোন ফলই টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে তিনি হতাশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া চিতলমারী সদর বাজার সংলগ্ন মহিলা কলেজের পাশের বাসিন্দা মো. আশরাফ আলী জানান, তিনি প্রায় কয়েক বিঘা জায়গায় বিভিন্ন জাতের আম চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে কিন্তু এখন  প্রতিদিন প্রচুর আম ঝরে পড়ায় কি করবেন  কিছুই ভেবে পাঁচ্ছেন না। অধিকাংশ গাছের ফল ঝরে তলায় উঁচু হচ্ছে। 

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিফাত আল মারুফ জানান, এটা অতি তাপমাত্রার কারণে ফল ঝরে যাচ্ছে। চাষিরা প্রতিদিন সন্ধ্যায় যদি গাছে পানি দেয় এবং ডাল-পালায় স্প্রে করে তাহলে কিছুটা রোধ করা সম্ভব।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা