• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সুন্দরবনে ৭টি ট্রলার ও নৌকাসহ ৭ জেলে আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ মে ২০২৩  

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণের সময় ৭ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। বুধবার (৩মে) সকালে পৃথক পৃথক অভিযান চালিয়ে শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া ও শেলার চরের ভাঙ্গার খাল এলাকা থেকে এই জেলেদের আটক করা হয়। 

আটক জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের আ. রহমানের ছেলে আসাদুল, রামপাল উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের মৃত এজাহার গাজীর ছেলে ওমর ফারুক গাজী, মোরেলগঞ্জের বারইখালী গ্রামের মজিবর রহমানের ছেলে মন্টু, বরগুনার তালতলী উপজেলার সখিনা গ্রামের আজিজ পেয়াদার ছেলে জাফর পেয়াদা এবং পাথরঘাটার রুহিতা গ্রামের হান্নান কাজীর ছেলে কামাল কাজীর নাম জানা গেছে। আটক জেলেদের কাছ থেকে ৩ টি ইঞ্জিন চালিত নৌকা, ৪ টি ডিঙি নৌকা, ৬টি ছোট ফাঁসের নিষিদ্ধ বেহুন্দি জাল, বিপুল পরিমান কাঁকড়া ধরা বাঁশের তৈরী চাই (চারো) এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করেন। আটক জেলেদের কাছে বনবিভাগের কোনো পাস-পারমিট পাওয়া যায়নি। তারা অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিলেন। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা