• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ মে ২০২৩  

বাগেরহাটের চিতলমারীতে এসএসসি পরীক্ষার্থীর দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ভোলা মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।
এসময় এসএসসি পরীক্ষার্থী সজীব ফরাজী (১৬) মারাত্মকভাবে আহত হয়। রোববার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার খাসেরহাট বাজারের বাহির দশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। নিহতের বিষয়টি চিতলমারী থানা অফিসার ইনচার্জ এসএম কামরুজ্জামান নিশ্চিত করেছেন।
নিহত ভোলা মন্ডল চিতলমারীর সন্তোসপুর ইউনিয়নের কীর্ত্তনখালী গ্রামের অশ্বিনী মন্ডলের ছেলে ও আহত সজীব ফরাজী চিতলমারীর বেতিবুনিয়া গ্রামের বাবুল ফরাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা মন্ডল বাহির দশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয় সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনজন আরোহীর একটি দ্রুতগামী মোটরসাইকেল ভোলা মন্ডলকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধসহ মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে। এলাকাবাসীর ভিড়ের মধ্যে মোটরসাইকেলের দুইজন আরোহী সটকে পড়ে।
বাকী দুইজনকে (সজীব ও ভোলা) স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোলা মন্ডলকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান বলেন, মারাত্মকভাবে আহত চলতি এসএসসি পরীক্ষার্থী সজীব ফরাজীর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা