• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

পুলিশকে সহযোগিতা করুন, আইনশৃঙ্খলা ভালো থাকবে: ওসি রামপাল থানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ মে ২০২৩  

রামপালের উজলকুড় ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় রামপাল থানার নবাগত ওসি এস এম আশরাফুল আলম বলেছেন, পুলিশের কাজে সহযোগিতা করলে এলাকার আইনশৃঙ্খলা ভালো থাকবে। আপনারা মাদক কারবার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। এলাকার দৃশ্যপট পরিবর্তন হবে।
শনিবার (৬ মে) বিকাল সাড়ে ৪টায় উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট পুলিশ ফাঁড়ির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেডের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- রামপাল থানার নবাগত ওসি এস, এম আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টো, গোবিন্দপুর এ, জে, এস ফাজিল ডিগ্রী মাদরাসা অধ্যক্ষ মাওলানা ইউনূস আলী, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নান্টু, ফয়লাহাট পুলিশ ফাড়ির ইনচার্জ ইসমাইল হোসেন, ফায়লাহাট বাজার সমিতির সভাপতি হাওলাদার আ. সালাম, চিংড়ি পোনা আড়ৎ মালিক সমিতির সভাপতি গাজী রাশেদুল ইসলাম ডালিম, সমাজ সেবক সামসুদ্দীন আবুল কালাম, ইউপি সদস্য মুজিবর রহমান, প্রমুখ।
মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ।
এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সহযোগিতা কামনা করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা