• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ মে ২০২৩  

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর বাদশা’র বিরুদ্ধে বস্তা থেকে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। 
সোমবার (৮ মে) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের নির্দেশে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  এস এম তারেক সুলতান সরেজমিনে এ তদন্ত শুরু করেছেন।
গত বুধবার (৩ মে) বেলা ১১টায় ইউনিয়নের কাকড়াতলী বাজারে অবস্থিত জিউধরা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে চাল বিতরণের সময় এই অভিযোগ তোলেন কয়েকজন ইউপি সদস্য। তখন বস্তায় চাল কম থাকায় উপকারভোগীদের মাঝে বিতরণ বন্ধ করে গুদামে তালা মেরে দেন সরকারি ট্যাগ অফিসার উপ-সহকারি প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।
চেয়ারম্যান জাহাঙ্গীর বাদশা চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে জানান, আমি কোনো দূর্নীতি করিনা। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এই ধরণের অপপ্রচার চালাচ্ছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা