• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে বসতঘরে আগুন লেগে গৃহবধূর মৃত্যু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ মে ২০২৩  

বাগেরহাটে বসতঘরে আগুন লেগে সাফিয়া বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (৭ মে) রাতে বাগেরহাট সদর উপজেলার ভট্রবালিয়াঘাটা সরকারি গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকার এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ ভট্রবালিয়াঘাটা গ্রামের আব্দুল গনির স্ত্রী।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, রাত ৮টার দিকে রান্না করছিল সাফিয়া। এ সময় গ্যাসের চুলা থেকে আগুন লেগে যায়। ঘরে থাকা তার স্বামীসহ অন্যরা বেরিয়ে আসতে পারলেও প্যারালাইজড সাফিয়া বের হতে পারেননি। অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা