• বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৩ ১৪৩১

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

বাগেরহাটের শরণখোলায় দক্ষিন রাজাপুর গ্রামে আমগাছ থেকে পড়ে আঃ কুদ্দুস মোল্লা নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে গাছে উঠে আম পাড়ার সময় তিনি গাছ থেকে নিচে পড়ে গেলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। দক্ষিন রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ মিজান মোল্লা জানান, তাদের গ্রামের ফৌজদার মোল্লার পুত্র আঃ কুদ্দুস মোল্লা (৬১) দুপুরে গাছে উঠে আম পাড়ছিল। এ সময় হঠাৎ করে পা পিছলে তিনি নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আঃ কুদ্দুস মোল্লা ৭৪ নং রসুলপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আবসর গ্রহণ করেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বালেন, বিষয়টি শুনে পুলিশ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যপারে পরিবারের কোন অভিযোগ নেই। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা