• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বীর মুক্তিযোদ্ধা হারেজ গাজীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

বাগেরহাটের শরণখোলার মধ্য খোন্তাকাটা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত বনরক্ষী মোঃ মনিরুজ্জামান হারেজ গাজীর রোববার সকালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যু হয়েছে। 
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করে শ্বাস কষ্টে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসার পথে মোঃ মনিরুজ্জামান হারেজ গাজীর মৃত্যু ঘটে। ইন্না লিল্লাহে .... রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার স্ত্রী অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পারুল বেগম, পুত্র  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন গাজী ও ব্যাংকার পুত্র মোঃ রিপন গাজীসহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন। সদালাপি ও এলাকায় সনামধন্য হারেজ গাজীর আজ আছর নামাজবাদ খোন্তাকাটা বাজারে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আজমল হোসেন মুক্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক নেতা নাছির উদ্দিন মুক্তা, ফরিদ আহম্মেদ, মিজানুর রহমান, সোহরাব হোসেন ও কেএম বজলুর রহমান তার মৃতুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা