• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগে মামলা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

বাগেরহাটের চিতলমারীতে বিথীকা মন্ডল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৪ মে) রাতে বিথীকার বাবা প্রহলাদ মন্ডল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় নাঈম শেখসহ তাঁর বাবা ও ভাইকে আসামী করা হয়েছে। পুলিশ অপহৃতাকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার হিজলা ইউনিয়নের চরলাটিমা গ্রামের প্রহলাদ মন্ডলের মেয়ে চলতি বছর বড়বাড়িয়া জনাব আলী ফকির বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছিল। স্কুলে যাওয়া-আসার পথে বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের মোঃ হাই শেখের ছেলে নাঈম শেখ তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গত ২৩ মে রাত সাড়ে ৭ টার দিকে চরলাটিমা গ্রামের বাড়ি থেকে বিথীকা মন্ডলকে নাঈম শেখ ও তাঁর লোকজন জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় প্রহলাদ মন্ডল বাদী হয়ে নাইম শেখ তার বড় ভাই শিবলী শেখ ও তাদের পিতা মোঃ হাই শেখকে আসামী করে চিতলমারী থানায় অপহরণ মামলা (মামলা নং-১২) দায়ের করেছেন।
তবে নাঈম শেখের পরিবারের পক্ষ থেকে এটাকে প্রেম ঘটিত ঘটনা বলে দাবি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম জানান, পুলিশ অপহৃতাকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘ঘটনার পর থেকে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আমার দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করে জড়িতদের গ্রেপ্তার করব।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা