• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২ কারবারী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

বাগেরহাটের ফকিরহাটে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টাউন নোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- খুলনার গল্লামারি এলাকার আবুল কাশেমের ছেলে মো. আইয়ুব আলী এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। 
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা