বাগেরহাটে প্রবাহমান চিত্রা নদী ইজারা, ক্ষতির মুখে প্রাণ প্রকৃতি
ষাট গম্বুজ টাইমস
প্রকাশিত: ২৫ মে ২০২৩

বাগেরহাটে প্রবাহমান চিত্রানদীকে দীর্ঘদিন ধরে বদ্ধ জলাশয় হিসেবে ইজারা দেওয়া হচ্ছে। ইজারাদার নিজের সুবিধামত নদী ও নদীর শাখা খালগুলো ব্যবহার করছেন। ইজারার শর্তভঙ্গ করে সাব লিজের মাধ্যমে যত্রযত্র নিষিদ্ধ জাল, কুমোড় (গাছের ডালের স্তুপ) ও পাটা দিয়ে মাছ আহরণ করায় পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হচ্ছে। যার ফলে জলজ প্রাণি, নদীর আশপাশের প্রকৃতি এবং প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মিনি সুন্দরবনের উপর বিরুপ প্রভাব পড়ছে।
সেই সাথে ইজারাদারের একচ্ছত্র আধিপত্যের কারণে প্রবাহমান এই খাল থেকে মাছ আহরণ করতে পারছেন না প্রকৃত জেলে ও স্থানীয় বাসিন্দারা। এসব কারণে চিত্রা নদীর ইজারা বাতিল করে উন্মুক্ত ঘোষনা করার জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন ফকিরহাট উপজেলার বাসিন্দারা। জেলা প্রশাসক বলছেন সরেজমিন তদন্ত করে সাব-লিজ বাতিলসহ জলমহালটি উম্মুক্ত করতে ভুমি মন্ত্রনায়লকে অবহিত করা হবে।
ভূমিমন্ত্রণালয় সূত্রে জানাে গেছে, জেলার ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী ও সদর উপজেলার মধ্যে দিয়ে বয়ে চলা প্রবাহমান চিত্রানদী। বাংলা বছরের ১৩৯৭ সালে ভুমি জরিপে নদীর ৩২২ একর বদ্ধ ও ১১৭ একর উম্মুক্ত মোট ৪৪০ একর জমি বদ্ধ জলমহাল হিসাবে সায়রাভুক্ত হয়। এরপর থেকে ৪ উপজেলার ৩০টি মৌজায় ৪২৯ একর জমির সম পরিমান নদী, খাল ও জলাশয় সরকারের কাজ থেকে ইজারা নিয়ে মাছ আহরণ করে থাকে স্থানীয় মৎস্য সমিতির লোকজন।
সবশেষ বাংলা ১৪১৮ থেকে ১৪২৯ সন পর্যন্ত চিত্রানদী জলমহল ইজারা নেয় বাগেরহাট সদরের কুলিয়াদাইড় মৎসজীবী সমিতির লিমিটেড। ইজারায় ১৪২৭ সালের জন্য ১ লক্ষ ৬৮ হাজার ৯৭৭ টাকা এবং ১৪২৯ সালের জন্য ২ লক্ষ ১১ হাজার ২২১ টাকা সরকারি কোষাগারে দিয়েছেন কুলিয়াদাইড় মৎসজীবী সমিতির লিমিটেড। কিন্তু সমিতির সভাপতি চিত্তরঞ্জন মৃধা ইজারার চুক্তির তোয়াক্কা না করে সাব লিজ দিয়ে নদীতে কুমার ও বাধাজাল ব্যবহার করে মাছ শিকার করে আসছেন। যার ফলে প্রকৃত জেলে ও স্থানীয়রা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সেই সাথে পরিবেশের উপরও বিরুপ প্রভাব পড়ছে বলে দাবি পরিবেশকর্মীদের।
এছাড়া, ওই জলমহালের পাশর্ববর্তী খালগুলো দখলের নেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে সমিতির সভাপতির বিরুদ্ধে।
ফকিরিহাটের ফলতিতা গ্রামের মিহির বিশ্বাস বলেন, এতবড় একটা নদীর দুইপাশে বিপুল সংখ্যক মানুষের বসবাস। ইজারা গ্রহণের ফলে নদীর পাড়ের বাসিন্দারা নিজেদের প্রয়োজনে নদী থেকে একটা মাছও ধরতে পারেন না। এমনকি স্থানীয় প্রকৃত জেলেরাও মাছ ধরতে পারে না। আমরা চাই সরকারি নদী উন্মুক্ত থাকবে যে যার মত ব্যবহার করবে।
রুহুল আমিন নামের এক ব্যক্তি বলেন, নদীর মধ্যে বড় বড় নেট পাটা, কুমোড়, বাঁধাজালসহ নানা ভাবে মাছ আহরণ করা হয়। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়েও মাছ ধরা হয়। কেউ কিছু বলতে পারে না। কারণ সরকার এই নদী ইজারা দিয়েছেন।
ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার গোলদার বলেন, নামমাত্র ইজারা নিয়ে যত্রতত্র ব্যবহারের ফলে প্রবাহমান নদীটি মরতে বসেছে। এতে শতশত জেলেরা মাছ শিকার থেকে বঞ্চিত হচ্ছে। সেই সাথে স্থানীয় বাসিন্দারাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইজারা বাতিল করে উম্মুক্ত হলে অসহায় জেলেরা মাছ আহরণ করে এবং কৃষি কাজে সেচ সুধিবা পাবে বলে জানান এই জনপ্রতিনিধি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলার আহবায়ক মোঃ নুর আলম বলেন, প্রবাহমান চিত্রা নদী ব্যবসায়িকভাবে ইজারা দেওয়ার ফলে এই নদীর উপর মানুষের যে অধিকার রয়েছে সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া এই চিত্রানদীর দুই পাশে গড়ে ওঠা মিনি সুন্দরবনও ক্ষতিগ্রস্থ হচ্ছে ইজারাদারের যথেচ্ছ ব্যবহারের ফলে। চিত্রানদী ঘীরে যে প্রাণ-প্রকৃতি গড়ে উঠেছে সেটা বাঁচাতে হলে, এই নদীর ইজারা বাতিল করে উন্মুক্ত করা প্রয়োজন বলে মনে করেন এই পরিবেশকর্মী।
সাব লিজ নেওয়ার কথা জেলেরা স্বীকার করে কুলিয়াদাইড় মৎস্যজীবী সমিতির সভাপতি চিত্তরঞ্জন মৃধা বলেন, বর্তমানে খাজনার টাকা উঠে না। তাই নিয়ম মেনে লীজ দেওয়া হয়েছে। যদি অন্য কারও লাগে সে ইজারা নিতে পারে। কেউ ইজারা নেয় না। তাই আমি ইজারা নিয়েছি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রবাহমান চিত্রানদী জলমহলের নামে ইজারা নিয়ে শর্তভঙ্গ করে সাব লিজের অভিযোগ আসছে ইজারাদারের বিরুদ্বে। এই অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে সাব-লিজ বাতিলসহ জলমহালটি উম্মুক্ত করতে ভুমি মন্ত্রনায়লকে অবহিত করা হবে বলে জানান ।

- শেখ তন্ময়ের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ
- বাগেরহাটের চুলকাটি বাজার থেকে ট্রাক চুরি
- শরণখোলায় কালবৈশাখীর ছোবল
- বাগেরহাটে আজমীর শরিফের সিনিয়র খাদেমের আগমনে দোয়া মাহফিল
- বাগেরহাট আদালতে বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
- তীব্র তাপপ্রবাহ থেকে শিশুদের রক্ষার উপায়
- চিতলমারীতে ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন
- বিয়ে করলেন ঐশী
- ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু গুরুতর আহত
- তীব্র দাবদাহ, প্রাথমিকের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ স্থগিত
- ভারতে ট্রেন দুর্ঘটনায় শেখ হাসিনার শোক
- ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ
- এই বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট : কাদের
- ভারতে ট্রেন দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ২৮৮, আহত ৯০০
- আইএমএফের প্রেসক্রিপশনে বাজেট দিইনি: অর্থমন্ত্রী
- বাগেরহাটে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে
- ৫ জুন মোংলা বন্দরে নিলামে উঠছে ১৪৭ গাড়ি
- সুন্দরবনে ২৪ জেলে আটক
- খুলনা-মাওয়া মহাসড়কে আবারও ঝরল প্রাণ
- বাগেরহাটে বখাটেদের হামলায় ৮ পরীক্ষার্থী আহত
- কবিরাজের কাছে আঁচিল তুলতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ছয় দিনের সরকারি সফরে তুরস্কে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- দেশে অন্তত ২ কোটি মানুষ আয়কর দিতে সক্ষম : তথ্যমন্ত্রী
- রাশিয়া থেকে ১ লাখ ৮০ হাজার টন সার আসবে
- ভারতের ওপর দিয়ে বাংলাদেশে আসছে নেপালের বিদ্যুৎ
- কোন স্যাংশন দিয়ে এ উন্নয়ন ব্যাহত করতে পারবেনা- কৃষিমন্ত্রী
- একনজরে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট
- বিকেলের নাস্তায় হয়ে যাক ‘চিকেন মালাই কাবাব’, রেসিপি...
- জাল সনদে ২৬ বছর ধরে শিক্ষকতা, বেতন ফেরত দেওয়ার নির্দেশ
- দুধ পানে রাসূল (সা.) এর তিন সুন্নত
- বিসিএস পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে বিশেষ আইন পাস
- মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা
- চিতলমারীতে বিয়ের দাবিতে প্রেমিকার সংবাদ সম্মেলন
- চিতলমারীতে বিসিআইসি সার ডিলারদের সংবাদ সম্মেলন
- বাগেরহাটে বৃদ্ধ নিবাস ও এতিমখানা ‘স্বপ্ননীড়’ এর কার্যক্রম শুরু
- মোংলায় বজ্রপাতে নিহত ১
- কোন স্যাংশন দিয়ে এ উন্নয়ন ব্যাহত করতে পারবেনা- কৃষিমন্ত্রী
- ফখরুলের বক্তব্য স্বাধীনতাবিরোধী অবস্থানের বহিঃপ্রকাশ : কাদের
- তিন দেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- সুন্দরবনে ৭টি ট্রলার ও নৌকাসহ ৭ জেলে আটক
- ঘূর্ণিঝড়ের আগে আরেক দফা তাপপ্রবাহ হতে পারে
- রামপালে পানির ট্যাংক পেল ৬৫০ পরিবার
- শরণখোলায় আম গাছে আম নয় যেন সফেদা ঝুলছে !
- শরণখোলায় গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু
- ২০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’
- মোরেলগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ২ যুবক আটক
- মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ
- পুলিশকে সহযোগিতা করুন, আইনশৃঙ্খলা ভালো থাকবে: ওসি রামপাল থানা
- অনির্বাচিত সরকারের সুযোগ নেই, নিরপেক্ষ নির্বাচন হবে : রাষ্ট্রপতি
- ঘূর্ণিঝড় মোখা: ‘পরিস্থিতি বুঝে’ এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত
