• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

মোংলায় বজ্রপাতে নিহত ১

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

মোংলায় বজ্রপাতে এনামুল শেখ (৩৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এককজন। শনিবার (২৭ মে) উপজেলার বন্দর শিল্প এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে। মৃত এনামুল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার কালেখাঁরবেড় ইউনিয়নের কালেখাঁরবেড় এলাকার ফজিলত শেখের ছেলে। বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস জানান, দুপুর ১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বন্দর শিল্প এলাকার মেঘনা সিমেন্ট ফ্যাক্টরির পাশের বালুর মাঠে ড্রেজার দিয়ে বালু সরবরাহের পাইপ লাইনে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি ও বিদ্যুৎ চমকানি শুরু হয়। ফাঁকা মাঠে এনামুল শেখ ও মিলন শেখ কাজ করার সময় বজ্রপাত হয়। তাৎক্ষণিকভাবে তাদের মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যান আশপাশের শ্রমিকরা। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এনামুল শেখকে মৃত ঘোষণা করেন। আহত মিলন শেখ চিকিৎসাধীন রয়েছেন। আহত মিলন শেখ মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমেঠ এলাকার রেজাউল শেখের ছেলে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা