• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৪

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ জুন ২০২৩  

বাগেরহাটের চিতলমারীতে সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার প্রত্যন্তপল্লী চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের অভিযোগ, মারপিট করে প্রতিপক্ষরা তাঁদের বাড়িতে আটকে রাখে। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ আসলে তাঁরা হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় পরস্পরবিরোধীবক্তব্য পাওয়া গেছে।
আহত জয়নাল সরদার (৫০) বলেন, ‘বৃহস্পতিবার সকালে প্রতিবেশী শাহিন সরদার আমাকে বাড়ি থেকে রাস্তায় ডেকে নেয়। রাস্তায় যাওয়ার পর সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে শাহিন সরদারের বাবা আব্দুল ওহাব সরদারের হুকুমে ৫ থেকে ৬ জন লোক লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আমাকে রক্তাক্ত জখম করে। এ সময় ঠেকাতে এলে হামলাকারীরা আমার বড় ভাই খলিল সরদার (৬৫), দুই ভাবি মাকসুদা বেগম (৫৫) ও চেয়ারন বেগম (৪০) কে পিটিয়ে আহত করে। মারপিটের পর হামলাকারীরা আমাদের বাড়িতে আটকে রাখে। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ আসলে আমরা চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।’
মারপিটের অভিযোগ অস্বীকার করে আব্দুল ওহাব সরদার জানান, সীমানা নিয়ে জয়নাল সরদারের সাথে তাঁর বিরোধ ছিল। সেই জের ধরে ঝগড়া হয়েছে।
এ ব্যাপারে চিতলমারী থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) সঞ্জয় বাড়ই বলেন, ‘৯৯৯-এর ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বলি।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, দুই পক্ষের মারামারির বিষয়টি শুনেছেন। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা