• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে আজমীর শরিফের সিনিয়র খাদেমের আগমনে দোয়া মাহফিল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

জেলার কচুয়ায় ভারত উপমহাদেশের ইসলাম প্রচারক সুলতানুল আউলিয়া খাজা গরিবে নেওয়াজ মুইনুদ্দীন চিশচি (রহ.) এর মাজার আজমীর শরিফের সিনিয়র খাদেম হাজী সৈয়দ কলীমুদ্দিন চিশতির আগমন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জুন) সকালে উপজেলার হাজরাখালী বাজারে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন- ভারত উপমহাদেশের ইসলাম প্রচারক সুলতানুল আউলিয়া খাজা গরিবে নেওয়াজ মুইনুদ্দীন চিস্তী (রহ.) এর মাজার আজমীর শরিফের সিনিয়র খাদেম হাজী সৈয়দ কলীমুদ্দিন চিশতি। কচুয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম শোকরান রব্বানীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ বরাবরই ধর্মপ্রাণ। পীর আউলিয়াদের প্রতি তাদের অগাধ বিশ্বাস। দুনিয়ায় পীর আউলিয়াদের আগমন ঘটেছিল ‘সিরাজাম মুনিরা’ তথা আলোকোজ্জ্বল প্রদীপরূপে। তৎকালীন সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে পীর আউলিয়ারাই মানুষকে আলোর পথ দেখান এবং প্রতিষ্ঠা করেন সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা।
এ দোয়া ও মিলাদ মাহফিলের আগে মুইনুদ্দীন চিস্তী (রহ.) এর মাজার আজমীর শরিফের সিনিয়র খাদেম হাজী সৈয়দ কলীমুদ্দিন চিশতি বাগেরহাট খানজাহান আলী (রহ.) মাজার শরীফ পরিদর্শন ও পীর সাহেবের কবর জিয়াতর করেন। এসময় খানজাহান আলী (রহ.) মাজারের প্রধান খাদেম ফকির শেরে আলী তাকে অভ্যার্থনা জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা