• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় কালবৈশাখীর ছোবল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

জেলার শরণখোলায় মাত্র ৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ তিন গ্রামের বেশকিছু কাচাঘরবাড়ি ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে।
শুক্রবার (২জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা, তালাবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামে কালবৈশাখী ঝড় আঘাত হানে।
সাউথখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিল আকস্মিক কালবৈশাখীর আঘাতহানার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝড়ে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের দুটি টিনশেড ভবনের চাল উড়ে গেছে। রায়েন্দা গ্রামের আবুল খানের বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ পড়ে একই গ্রামের পুলক হালদারের বসতঘর এবং দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বেলায়েত মাস্টারের দুটি বসতঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক ঝড়ে ওই তিন গ্রামের কমপক্ষে ১০টি বসতঘর এবং শতাধিক গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।
সাউথখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিল বলেন, রায়েন্দা, তাফালবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামের ওপর দিয়ে বিকেল ৩টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় বয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের টিনশেড ভবনসহ কয়েকটি কাচাঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে, কী পরিমাণ ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা