• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে ১৫ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের ৩ কর্মী আহত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ জুন ২০২৩  

বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডে ১৫ দোকানঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন।
রোববার (০৪ জুন) রাত এগারোটার দিকে জেলার রামপাল উপজেলার গুনাই ব্রিজ সংলগ্ন গোনাবাজারে এ ঘটনা ঘটে।
আহত ফায়ার ফাইটার ইছাবুল মোল্লা, টুটুল সরকার ও আব্দুল কাদের জনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত এগারোটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোনা বাজারে যায় মংলা ও রামপাল উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ সময় আগুন নেভাতে গিয়ে আমাদের তিনজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গোলাম সরোয়ার আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে বাজারের ১৫ থেকে ২০টি দোকান ঘর পুড়ে ছাই হয়েছে। আমরা এখন ক্ষয়ক্ষতির নিরূপণে কাজ করছি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা