• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

বাগেরহাটের কচুয়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। “প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে”- “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল সকাল ১১ টায় র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও কচুয়া এপির সহযোগিতায় র‌্যালী শেষে কচুয়া উপজেলা তন্ময় মিলনায়তন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা: শামসুন্নাহার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, এপির প্রোগ্রাম অফিসার সমর হালদার উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা