• সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বেতাগা ইউপিতে কন্যা বর্তিকা কর্মসূচির অভিভাবকদের সাথে মতবিনিময়

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার, শেখ হাসিনার মুল নীতি, গ্রাম শহরের উন্নতি এই প্রদিপাদ্য বিষয় নিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ইউনিয়ন পরিষদ চত্তরে কন্যা বত্তিকা কর্মসূচির অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। ইউপি সচিব ঢালী মাহবুবুর রহমান এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান কুৃমার দাশ, ধনপোতা-মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকরাম হোসেন বকুল, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন, সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম ও কামরুন্নাহার নীপা প্রমুখ। সভায় বেশ কয়েকটি বিষয়ে ব্যাপক আলোচনা করে খসড়া আকারে একটি রেজুলেশন করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা