• সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

১১৫০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

মোরেলগঞ্জে রবিউল ইসলাম হাওলাদার(২০) নামে এক যুবককে ১১৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(১৮ সেপ্টেম্বর) বিকেল ৬ টার দিকে ঘষিয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রামপাল উপজেলার ডালিপাড়া গ্রামের শাহালম হাওলাদারের ছেলে রবিউল একজন পেশাদার মাদক বিক্রেতা বলে থানা পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান রাত ৮ টায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মোরেলগঞ্জ থেকে ইয়াবার একটি চালান নিয়ে এক যুবক বাগেরহাটের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রবিউলকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা