• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

ফকিরহাটে পারফরমেন্স বেজড গ্র্যান্টস কর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) শিক্ষা মন্ত্রণালয় এর সহযোগীতায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান, সহকারি প্রধান শিক্ষক সৈয়দ শাহ এলান, শিক্ষক প্রতিনিধি নিলয় রায় চৌধুরী, শেখ রাজেদ আলী, নাসিমা আক্তার, অভিভাবক সদস্য শেখ জিয়াউর রহমান জিয়া, শেখ রজ্জব আলী, শেখ আঃ মান্নান, শেখ তোফাজ্জেল হোসেন, বিদ্যোৎসাহী সদস্য শেখ শওকত আলী, সহকারি শিক্ষক খন্দকার খুরশীদ পারভেজ, ও অফিস সহকারি শেখ জাহাঙ্গীর আলী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকার আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা