• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

বাগেরহাটের রামপাল থানা পুলিশের অভিযানে আজিজুল হাওরাদার (৫০) নামের ৪ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া আসামী আজিজুল হাওরাদার রামপাল উপজেলার কালিকাবাড়ী গ্রামের আ. কাদের হাওলাদারের ছেলে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে বাগেরহাট আদালতে প্রেরন করে পুলিশ। এর আগে, শুক্রবার রাতে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া মুক্ষাইট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম শনিবার বিকেলে এ প্রতিবেদককে জানান, ঢাকার কেরাণীগঞ্জ থানার একটি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত হয়ে আজিজুল হাওলাদার পলাতক ভাবে ছিলো। গোঁপন খবরের ভিত্তিতে থানার এসআই বুলবুল অধিকারীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শুকবার রাতে বাগেরহাট সদরের গোটাপাড়া মুক্ষাইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা