• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় সন্ত্রাসী হামলায় ভ্যান চালক নিহত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩  

মোংলায় সন্ত্রাসী হেলাল ভূঁইয়ার মারধরে আল-আমিন নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার দুপুরে শহরের মোংলা নদী পাড়াপার মামার ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে এ ঘটনা ঘটে। চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের মোঃ সবুর মিয়া ছেলে নিহত আল আমিন (৪০) পেশায় ভ্যান চালক। ঘটনাস্থল পরিদর্শন করেছে সহকারী পুলিশ সুপারসহ মোংলা থানা পুলিশের একটি দল। এদিকে সড়কের যান চলাচল বন্ধ করে থানা ঘেরাওসহ বিক্ষোভ করেছে তার স্বজন, ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য ও নেতৃবৃন্দ। 
পুলিশ জানান, বুধবার দুপুরে মোংলা মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোড দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিল ভ্যান চালক আল-আমিন। এ সময় আল আমিনের ভ্যানে হেলাল ভূঁইয়ার গায়ে ধাক্কা লাগে। এ সময় সে ভ্যান চালকের সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ভ্যান থেকে আল-আমিনকে নামিয়ে বেপরোয়া কিল ঘুষিসহ বেধড়ক মারধরে সে মারাত্মক জখম হয়। এ সময় সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়লে হেলাল ভূঁইয়া নিজেই তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এমন খবর শুনে লাশ হাসপাতালে রেখে সে দ্রুত পালিয়ে যায়। ঘাতক সন্ত্রাসী হেলাল ভূঁইয়া মোংলা পোর্ট পৌর শহরের শেহালাবুনিয়া এলাকার মোঃ শহিদুল ভূঁইয়ার ছেলে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় নিহতের স্বজনরা।  

এদিকে আল-আমিনের মৃত্যুর খবর পেয়ে সন্ত্রাসী হেলালকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে ভ্যান রিকশা চলাচল বন্ধ করে থানা ঘেরাওসহ বিক্ষোভ করে মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়ন। পরে থানা পুলিশের আশ্বাসে থানা থেকে ফিরে এসে শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে চৌধুরীর মোড়ে এক পথসভায় মিলিত হয় সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ। তারা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আজ সন্তান হারালো তার বাবাকে, মা হারালো তার সন্তানকে আর স্ত্রী হারালো তার স্বামীকে। তারা সন্ত্রাসী হেলাল ভূঁইয়াকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।  

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হেলাল ভূঁইয়ার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়াসহ তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।  নিহত আল-আমিনের স্ত্রী ও দুই কন্যাসহ তিনটি সন্তান রয়েছে। আর সন্ত্রাসী হেলাল ভূঁইয়া মোংলা এলাকায় একজন বখাটে সন্ত্রাসী, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা