• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

মোংলায় ভ্যানচালক হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩  

মোংলায় মারধরে নিহত ভ্যান চালক মো: আল আমিন (৩৫) হত্যা মামলায় মূল আসামিকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোর রাতে গোপালগঞ্জের সীমানা মোল্লারহাট থানা এলাকা থেকে মোঃ হেলাল ভূইয়া (২৪) নামে ওই আসামিকে আটক করা হয়। তিনি স্থানীয় পৌর রাজ্জাক সড়কের মোঃ শহিদুল ভূইয়ার ছেলে।

মোংলা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো: মুশফিকুর রহমান তুষারের নেতৃত্বে মোংলা থানার ওসি (তদন্ত) বিধান কুমার বিশ্বাস ও মামলার তদন্তকারী অফিসার এস আই আসাদুজ্জামানসহ পুলিশের একটি অভিযানিক দল ঘাতক হেলাল ভূইয়াকে আটক করে।

সকালে মোংলা থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মোংলা সার্কেলের সহকারি পুলিশ সুপার মুসফিকুর রহমান তুষার।

উল্লেখ্য, বুধবার (২৬ অক্টোবর) দুপুরে মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে যাত্রী নিয়ে যাওয়ার সময় আল আমিনের ভ্যানে হেলাল ভূইয়ার শরীরে ধাক্কা লাগা নিয়ে তর্কা তর্কি হয়। একপর্যায়ে আল আমিন কে ভ্যান থেকে নামিয়ে বেপরোয়া কিল ঘুষি মারতে থাকে হেলাল ভূইয়া। পরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়লে হত্যাকারী হেলাল ভূইয়া নিজেই ভ্যান চালক আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে পালিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রকাশ কুমার দাশ বলেন, ভ্যান চালক আল আমিনকে মৃত নিয়ে আসা হয়। সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহত আল আমিনের স্ত্রী লাখি বেগম বাদী হয়ে মোংলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার তাৎক্ষণিকভাবেই হত্যার মূল আসামী হেলাল ভূইয়া কে আটক করায় পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন ভ্যান- রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাধারণ জনতা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা