• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

কচুয়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ জুলাই ২০২৪  

মোঃ নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলার কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মাহবুব আলম । এই শপথ গ্রহণের মধ্য দিয়ে কচুয়া উপজেলায় ইতিহাসের পাতায় নতুন অধ্যায়ের সূচনা শুরু করলেন কচুয়া পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম। 

বুধবার ৩রা জুলাই সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল আহমেদ । এর আগে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজালাল প্রধান  ও মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আক্তার শপথ গ্রহণ করেন।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গত ৫ জুন কচুয়া উপজেলা পরিষদের ভোট গ্রহণ সম্পন্ন হয় । এই নির্বাচনে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হন জেলার সর্বকনিষ্ঠ তরুন প্রার্থী কচুয়া পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম।

এই বিজয়ের মধ্যদিয়ে মাহবুব আলম সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি কচুয়ার ইতিহাসের পাতায় নিজের নাম লিখাতে সক্ষম হলেন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট ছয়জন প্রার্থী। এর মধ্যে মধ্যে মাহবুব আলম ৩৪ হাজার ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এক প্রতিক্রিয়ায় মাহবুব আলম বলেন, আমাকে এই সম্মান অর্জন করার সুযোগ করে দেওয়ায় সমগ্র উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চাঁদপুর -১ (কচুয়া) মাননীয় সাংসদ ড. সেলিম মাহমুদ স্যারের সহযোগিতা নিয়ে একজন তরুন চেয়ারম্যান হিসেবে কচুয়া উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। আগামীর পথ চলায় সবার কাছ থেকে গঠনমূলক পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা