• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ জুলাই ২০২৪  

বাগেরহাটের মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহত দুইজনের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী ও আরেকজন ভ্যানযাত্রী। শনিবার সকালে মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার সাগর ফিলিং স্টেশনের কাছে খুলনা-মাওয়া মহাসড়কে দুই ঘন্টার মাঝে দুটি আলাদা গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ঢাকার দিকে যাওয়া অজ্ঞাত একটি যান কাহালপুর এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার দুইশত গজ দূরে সাগর ফিলিং স্টেশনের সামনে অপর একটি বাসের চাপায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিচয় সনাক্ত হয়নি।

নিহত দুজনের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, ভ্যান চালককে এখনও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোল্লাহাট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. শরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তার পাশে কার্টুন ভর্তি ওষুধ ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং দুর্ঘটনা কবলিত একটি ভ্যান দেখতে পাই। আর সড়কের মাঝে থেতলানো অবস্থায় একটি লাশ পড়ে ছিল। আমরা তা উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। কোন দ্রুতগতির পরিবহণের চাপায় তার মৃত্যু হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা