• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে ইউএনওর উদ্যোগে রবার্ট মোরেলের ভাস্কর্য সংস্কারের করছেন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ জুলাই ২০২৪  

খুলনা বিভাগের সর্ববৃহৎ একটি উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জের নামকরণ ইংরেজ মোরেল পরিবারের নামে,কালের সাক্ষী,নীল কুঠিরের কুঠিবাড়ি আর বরার্ট মোরেলের ঐতিহাসিক ভাস্কর্য দীর্ঘদিন ধরে অযত্ন,অবহেলায় জরাজীর্ণ ছিল।

মোরেলগঞ্জ ঐতিহ্যবাহী বিদ্যাপিট অম্বিকা চরন লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেষে,পানগুছি নদীর মোহনায় অবস্থিত সেই ভাস্কর্য অবশেষে  সংস্কারের উদ্যোগ নিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।

মোরেলগঞ্জের ঐতিহ্য সম্বলিত এই ভাস্কর্যের  সংস্কার ও আধুনিকায়ন কাজের জন্য সরকারের একটি দপ্তর থেকে ছোট একটি প্রকল্প গ্রহন করা হয়। সেই প্রকল্পের অর্থ দিয়ে চলতি মাসে কাজ শুরু করেন ইউএনও। তবে এই ভাস্কর্যের সম্পুর্ন কাজ শেষ করতে ২-৩ লাখ টাকার প্রয়োজন।

মোরেলের এই ভাস্কর্য সংস্কারের কাজ করছেন মোরেলগঞ্জ পৌরসভা বারইখালী ১নং ওয়ার্ড স্হায়ী বাসিন্দা মৃত মোবারক আলী হাওলাদার এর পূত্র চারুশিল্পী এম এ মালেক।

চারুশিল্প এম এ মালেক ইতিপূর্বে বিভিন্ন এলাকায় নিজ মেধা দিয়ে বিভিন্ন  স্মৃতিকে ধরে রাখার জন্য ভাস্কার্য  তৈরি করেছেন। তার অসামান্য মেধা ও অভিজ্ঞতা বিকাশিত করতে আমাদের সকলের  উৎসাহিত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান জানান,মোরেলগঞ্জের ইতিহাসের সূতিকাগার হিসেবে রবার্ট মোরেলের ঐতিহাসিক ভাস্কর্যটি আমাদের কাছে মুল্যবান।তাই এটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা