• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে ভাসমান বেড়ে লাউ চাষ করে লাভবান কৃষক আব্দুল হামিদ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪  

বাগেরহাটের মোল্লাহাটে ভাসমান বেডে লাও সহ বিভিন্ন আগাম সবজি চাষ করে সফলতার মুখ দেখছেন আদর্শ কৃষক আব্দুল হামিদ।

উপজেলাধীন কুলিয়া ইউনিয়নের বড়ঘাট এলাকার মরা চিত্রা নদীর  অব্যবহৃত জায়গায় ভাসমান বেড তৈরি করে দীর্ঘদিন যাবত সবজি চাষ করছেন তিনি ।এবছর আগাম সবজি হিসেবে লাউ চাষ করে বেশ লাভবান হয়েছেন। লাউয়ের পাশাপাশি মালঞ্চ, কুমড়া, লাল শাক,হলুদ, আদা উৎপাদন করা হয়। রাসায়নিক সার মুক্ত প্রতিটি লাউ ১শত টাকা দরে এক সপ্তাহে প্রায় ১০ হাজার টাকার লাউ বিক্রি হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে ব্রাক  ব্যাংকের আর্থিক সহযোগিতায় সমিতির মাধ্যমে তিনি এ ভাসমান বেডে চাষ পদ্ধতি শুরু করেছেন। এর পূর্বে তিনি স্বল্পপরিসরে নিজেই ভাসমান বেড এবং খালের পাড়ে ডালি তৈরি করে চাষ পদ্ধতি শুরু করেন। বর্তমানে এলাকার ৬০ জন কৃষক নিয়ে সমিতি করে প্রায় ১শতটি বেড তৈরি করেছেন। পুরতন ১৫টি বেডের সবজি বিক্রি হচ্ছে, নতুন বেড থেকে কিছু দিনের মধ্যে সবজি তুলতে পারবেন বলে আশা করছেন। প্রধানমন্ত্রীর কথা অনুযায় ১ইঞ্চি মাটিও ফেলে না রেখে চাষের আওতায় আসুক এবং বাংলাদেশ কৃষিতে সমৃদ্ধশালী হোক এবং তার চাষ পদ্ধতি দেখে অন্যান্য কৃষকদেরও ভাসমান বেড়ে সবজি চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা