• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

১৪ দল রাজনৈতিকভাবেই এই সাম্প্রদায়িকতার মোকাবেলা করবে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১  

নোয়াখালীর বেগমগঞ্জে হামলার শিকার সনাতন ধর্মালম্বী পরিবারগুলোর খোঁজখবর নিতে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। এসময় নেতৃবৃন্দ আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের আশ্বাস দেন।

কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম নেতা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসীন, জাতীয় পার্টির  প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্ত, গণআজাদী লীগের সভাপতি এডএসকে সিকদার, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য কাননারা বেগম এবং বাসদের সদস্য হামিদুল কিবরিয়া চৌধুরী। 

১৪ দলের প্রতিনিধিগণ প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করার পর স্থানীয় প্রশাসন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফজলে হোসেন বাদশা বলেন, ‘এটা মর্মান্তিক হৃদয়বিদারক এবং বিভীষিকাময় ঘটনা। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ১৪ দল রাজনৈতিকভাবেই এই সাম্প্রদায়িকতার মোকাবেলা করবে। সরকার এমন দৃষ্টান্তমূলক কঠিন বিচার করবে যাতে এরকম ঘটনা করার কেউ সাহস না করে।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা