• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনার প্রভাবে বাধাগ্রস্ত হচ্ছে পদ্মাসেতু ও রেল সংযোগের কাজ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ মার্চ ২০২০  

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের প্রকল্পসমূহে যেসব চীনা কর্মকর্তা রয়েছেন তাদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পদ্মা রেলওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক ওয়াং কুন। বুধবার (০৪ মার্চ) দুপুরে কেরানীগঞ্জের জাজিরায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে দেশে চীনের যেসব প্রকল্প চলমান রয়েছে, তার প্রকল্প পরিচালকরা (পিডি) উপস্থিত ছিলেন। সেখানে পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রজেক্টের প্রকল্প পরিচালক ওয়াং কুন বলেন, চীন থেকে কোনো কর্মকর্তার মাধ্যমে যাতে করোনা ভাইরাস বাংলাদেশে আসতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি।

এছাড়াও পদ্মা সেতুতে কোনো চায়নিজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, কাজের গতি ধরে রাখতে ছুটির দিনেও কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান সিআরইসি প্রকল্প পরিচালক লিউ জিয়নহুয়া।

বাংলাদেশে কর্মরত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীনে মাত্র ১০ ভাগ করোনা ভাইরাস আক্রান্ত রোগী রয়েছেন। বাকি ৯০ ভাগ বিশ্বের অনান্য দেশের।

রাষ্ট্রদূত আরও বলেন, নিজেদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে কয়েকটি পরামর্শ দিতে চাই। শেষ দুই সপ্তাহে চীনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে না। এক্ষেত্রে তিনি বাংলাদেশকে অন অ্যারাইভ্যাল ভিসা বন্ধ করতে বলেন। মাস্ক ছাড়া কোনো রকম জমায়েত করতে নিষেধ করেন তিনি। পারলে যে কোনো ধরনের জনসভা থেকে এড়িয়ে যেতে বলেন রাষ্ট্রদূত।

সেই সঙ্গে করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশের নেয়া পদক্ষেপগুলো প্রশংসনীয় উল্লেখ করে তিনি জানান, চীনে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের মেয়াদ বাড়ানো হচ্ছে। কিন্তু বাংলাদেশে যেসব চীনা নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তাদের ভিসার জন্য চীনে যেতে হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করা দরকার।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা