• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন, ভোগান্তি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় করোনা ভাইরাস আতষ্কে ঘরে ফেরা মানুষের চাপে দীর্ঘ যানজট পড়েছে। এতে দুই কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ লাইনসহ ৫ শতাধিক যানবাহন ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানায়, করোনা ভাইরাস আতষ্কে ঘরে ফেরা মানুষের চাপ পরেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকা ও  ছুটির দিন হওয়ায় পাটুরিয়া ঘাট এলাকায় শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার পর থেকে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। দুপুর ১২টার দিকে তা বেড়ে কয়েক কিলোমিটারের দীর্ঘ লাইন পড়ে।

এই মুহূর্তে ঘাট এলাকায় ৫ শতাধিক ছোট-বড় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিম আঞ্চলের ২১ জেলার মানুষ। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মোট ১৫টি ফেরি ও ২২লঞ্চ চলাচল করছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা